Skip to main content

Featured

অনুবাদ- ০৬

After the long day, I will leave my bag by the door. Wrapped in crinkled paper, a shonpapdi and a taste of kuler achaar—I will walk home with you. To the place I have never returned. My red-bricked floor, the attic room, the pond brimming with water lilies, the mango orchard dappled in light and shadow. The math book marked with stickers, my first Pilot fountain pen.  N o one will call me back. I won't need to return to anyone else.

ডায়েরী - ০২

আমি জানিনা আর কতদিন এভাবে চলবে, সত্যি বলতে ভবিষ্যতের কথা ভাবতেও কষ্ট হচ্ছে। আমি অন্ধকার সহ্য করতে পারছিনা। কোনওরকম ডিস্টার্বিং ছবি বা সিনেমা আমার জন্য যন্ত্রণাদায়ক। আমি সার্থককে বোঝাতে পারছিনা এই সহজ সরল কথাটা। আমি এমন কিছু দেখতে পারিনা যেটা খুব ট্রমাটাইজিং। যেমন, The Wailing, The Taking of Deborah Logan, Tumbbad, The Audition,...। ভালো লাগেনা আমার। I don't want to suffer from being tormented by these traumatic films. অকারণ ঝামেলা করা আমার স্বভাব না। আমার ভালো লাগেনা। এই ধরণের সিনেমা দেখার পর আমি ঘুমাতে পর্যন্ত পারিনা। এই কথাগুলো বলার কেউ নেই। এই অসুবিধাগুলো ভাগ করে নেওয়ার জন্য কেউ থাকে না। না, আমার অসুবিধা হলে সেটা বোঝা তো দূরের কথা এমনভাবে পরিবেশন করা হয় যে সিনেমাগুলো খুবই উৎকৃষ্ট আমি সিনেমা বুঝিনা বা ওভারঅল আমি সিনেমা পছন্দ করিনা। বাকী সমস্ত মানুষের কাছে এগুলো খুব ভালো সিনেমা। তাই আমার সাথে সিনেমা দেখা যায়না। আমি সত্যিই জানতে চাই এই হররের নামে কুসংস্কারাচ্ছন্ন সিনেমাগুলো ঠিক কী পর্যায়ে পড়ে। নিশ্চয়ই এগুলো এমন কোনও ফিল্ম যা বোঝার মতো বোধ ও বুদ্ধি ভগবান আমায় দিয়ে পাঠায়নি। তবে হাসি পায় এটা ভেবে যে আমার অতি বড় শত্রুও যদি বলত যে কথা আমার রক্ত দেখলে ভয় বা অস্বস্তি হয়, আমি তাকে সেসব থেকে দূরে রাখতাম। জানি, সবাই বলবে দিনের শেষে আমায় আমি ছাড়া কেউই যত্ন করবেনা। তেইশটা বছর পেরিয়ে মনে হয় আজ, জীবনটা খুব ছোট। তার চাহিদাও খুব কম। কিছু কাজ বাকী আছে। আমার হাতে খুব বেশী সময় হয়ত নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব সেসব। কী পারব কী পারবনা সময় উত্তর দেবে, তবে কিছু ভ্রান্ত ধারণা শেষ দিনের আগেই ভাঙব। আর আমার ভয়, ঘেন্না, দুঃখ, রাগ, অভিমান---ভালোবাসার মানুষকে বলে দেব। বলে দেব, আমি ভাল নেই, আজও। বলে দেব, আমি বাঁচতে চাইনি আর। তাই আমি নিজের ইচ্ছায় বেঁচেছি। আমি নিজের শর্তে বেঁচেছি। রোজ।


Comments