Featured
- Get link
- X
- Other Apps
ডায়েরী - ০৫
কী ভীষণ এক একাকীত্ব কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, একাকীত্ব হয়তো নয়, নিজের কাছে নিজের অস্তিত্ব অসহনীয় হয়ে উঠেছে। কাপের পর কাপ কফি যাকে আটকাতে পারছেনা। লিখতে পারছি এখনো এটুকুই। নিজেকে বোবা বলে মনে হয় আজকাল। মেরুদন্ডহীনতায় ভুগতে থাকা নিজেকে পৃথিবীর ঘৃণ্য জীব বলে মনে হয়। বহু মানুষ আমায় বুঝিয়েছে আপদ বিদায় করতে হয়। তাদের সেই আপদের দলে আমি অন্যতম নাম। সময় দিতে হয়, মানুষকে। সময় দিতে জানতে হয়। সেই সময় দেওয়ার আগে বা পরে যত দুর্ব্যবহারই পেতে হোক না কেন, কেউ ধৈর্য্য হারালে তাকে একা ছেড়ে দিতে হয় যাতে সে নিজেকে সামলাতে পারে সে যেভাবেই হোক সেটা তোমার মাথা ব্যথা হওয়া উচিত নয়। কত কী শিখি রোজ। তবু লজ্জা হয়না। ঘেয়ো কুত্তার মতো ল্যাজ নাড়ি, বলি," আমার কোন কোথায় খারাপ লেগেছে, কেন এমন করছিস, কী হয়েছে আমায় বল?" শালা শুয়োরের বাচ্চা বোঝেই না যে ধুর বাঁড়া বলছে রে তোকে, তোর থেকে রেহাই চাইছে। Abondonment issue। বেশ্যাবৃত্তি যদি কারোর মা বাপের পেশা হয় তাহলে কি তুইও বেশ্যা হবি? তাহলে মা বাপের দায় নিয়ে নিজে কি মরতে লোকের গু গিলিস সকাল বিকেল? লজ্জাও হয় না। এসব কথা নিজেকে বলেও জানোয়ার আমি সেই ল্যাজ নাড়ি আর ভাবি আমায় আগের জন্মেও গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল না?
- Get link
- X
- Other Apps
Popular Posts
আমার কষ্টগুলো ডালিমের মতো, লালের জমাট কেউ ভাঙতে পারে না
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment