Featured
- Get link
- X
- Other Apps
ডায়েরী - ০১
আজ আবার ভাট বকার পালা। আজ ক্লিনিকাল ডিপ্রেশান আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এর রিপোর্ট এসেছে। দুক্ষেত্রেই ডাক্তারদের মতে আমি ইন্টারমিডিয়েট স্টেজে আছি। যে ওষুধগুলো চলছিল সেগুলো বন্ধ করার আজ তৃতীয় দিন। না, আমি ভালো নেই। আমার জীবনে বেশকিছু ঘটনা আমায় এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে আবার কিছু সমস্যা হয়। আমি ভালো নেই এই কথাটা আমায় 988 এ প্রায়ই ফোন করে বলতে হয়। আমি আর পারছিনা। আমি এর চেয়ে বেশীকিছু বলতে পারিনা। ওরা বলে বাড়ির লোকের সাথে কথা বলতে। কিন্তু, কাকে বলবো? মা নিজেই হাজার সমস্যায় জেরবার, ভাই ছোট, বাবারও বয়েস হচ্ছে। আর আমার বন্ধু বলতে একজন আছে। সে জিজ্ঞেস করে, কী হয়েছে। বলতে পারিনা। তখন খুব অসন্তুষ্ট হয়। আমি রুক্ষ ব্যবহার করে ফেলি। তার সামনে কাঁদলে সে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। বা যদি বলিও কষ্ট হচ্ছে তখন আরও বেশী করে খারাপ ব্যবহার করে। নয়তো বলে পরে ফোন করবে। এখন তার ঝামেলা করতে বা আমার সাথে কথা বলতে ইচ্ছা করছেনা। সে নিজেও খারাপ পরিস্থিতির শিকার। হঠাৎ হঠাৎই দুর্ব্যবহার করে, বলে চুপ করে যেতে, বা ফোন কেটে দিয়ে পরে সুবিধামতো ফোন করে। এরমধ্যে আমি কেমন আছি? না জানতে চায়না। কাঁদলে খারাপ ব্যবহার দ্বিগুণ হয়। এর মধ্যে আমি বেঁচে থাকি। একা লাগে। বাড়ি ফেরা হবেনা কখনও ভাবলে কষ্ট হয়। ডাক্তারকে এসব বললে উনি বলেন বন্ধুদের সাথে ভাগ করে নিতে হবে সব কথা। এসময় কেউ পাশে থাকলে খুব ভালো হয়। কিন্তু কেউ থাকে না। ভালো সময়ে যদিও সবাই থাকে, কিন্তু খারাপ সময়ে নয়। অবশ্য সব এরকম ছিলনা সম্পর্কের প্রথম দিকে। তখন অনেক যত্ন ছিল, আগলে রাখার তাগিদ ছিল। এখন হয়েছে কী, আত্মসম্মান বিসর্জন দিয়ে লোকের হাতে পায়ে ধরে বলা আমার কষ্ট হচ্ছে।
- Get link
- X
- Other Apps
Comments
Popular Posts
আমার কষ্টগুলো ডালিমের মতো, লালের জমাট কেউ ভাঙতে পারে না
- Get link
- X
- Other Apps
একি অবস্থা তোর!!!!!
ReplyDelete